নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ৮,মার্চ :: সালানপুর ব্লকের বনজেমারী রেল লাইনের পাশের বাসিন্দা মনিলাল হেমরম,যিনি সিলিকোসিস রোগে আক্রান্ত।তার শারীরিক অবস্থা খারাপ,তিনি ঠিক মত নিঃশাস নিতে পারছেন তাই তিনি আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সেই রোগীর সাথেই হাসপাতালে দেখা করতে গেলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল।হাসপাতালে গিয়ে তিনি জানান মনিলাল হেমরমের শারীরিক অবস্থা খারাপ থাকায় এখন আইসিইউ তে চিকিৎসাধীন।তিনি আরো বলেন তার পরিবারের সদস্যরা খাবে কি তা নিয়ে ভাবতে হচ্ছে।
সালানপুর ব্লকের দেন্দুয়া অঞ্চলের বেশ কয়েকটি ক্রেসার ও সিরামিক কারখানা থেকে প্রচুর পরিমাণে দূষণ ছড়ায় ।আর তাতে আক্রান্ত হয় গরীব দুস্থ শ্রমিকেরা। তাদের সুরক্ষা বলে কিছুই নেই। না রয়েছে মুখে মাস্ক না রয়েছে হাতে গ্লাভস তবে তো রোগ ছড়াবেই।
আর সরকারি আধিকারিকরা পরিদর্শনে গেলেন কারখানার মালিকেরা সব আগে থেকেই জানেন,তাই হয়তো শ্রমিকদের কারখানায় সেই সময় ঢুকতেই দেয় না,এইতো হয়েছে বর্তমান দিনের অবস্থা। রোগীরা সিলিকোসিস রোগে আক্রান্ত সেটাও চিহ্নিত করতে হচ্ছে বেসরকারি হাসপাতাল থেকে।
কারন সরকারি হাসপাতালে চিহ্নিত করলে তাদের ক্ষতিপূরণ কে দেবে।তবে আন্দোলন করার পরে বেশ কয়েকজনকে স্বাস্থ্য দপ্তরের তরফে সিলিকোসিস রোগীর আই কার্ড বরাদ্দ করেছে।তবে যতক্ষণ ওই কারখানার দূষণ নিয়ন্ত্রণ বা শ্রমিকদের সুরক্ষা নিয়ে ভাবা হচ্ছে এই রোগ আরো বাড়বে।