সাত সকালে ভুয়া ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে স্কুটিনি সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: রবিবার ৯,মার্চ :: সাগর বিধানসভার রামকরচর গ্রাম পঞ্চায়েতের খানসাহেব আবাদ সহ বেশ কিছু গ্রামে ভুয়ো ভোটারের সন্ধানে বাড়ি বাড়ি ভোটার লিস্ট নিয়ে স্কুটিনি করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এবং রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী।

সংবাদ মাধ্যমের খবরের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভুয়া ভোটার খুঁজতে ময়দানে নেমে পড়েন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। গঙ্গাসাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতের খানসাহেবআবাদ গ্রামে বাড়িতে বাড়িতে পৌঁছে যান মন্ত্রী।

নজরে আসে ৫৯ নম্বর বুথে ভোটার তালিকায় নাম রয়েছে রাজু সেখ নামের এক ব্যক্তির । মন্ত্রীর দাবি এই নামে এই এলাকায় কেউ থাকে না এটি ভুয়া ভোটার।

এ বিষয়ে তিনি বলেন, যারা অভিযোগ করছে তাদের সঙ্গে সাধারণ মানুষের কোন জনসংযোগ নেই। বিজেপি অভিযোগ করেছিল যে সাগর বিধানসভায় প্রচুর ভুয়ো ভোটার রয়েছে । মৃত মানুষের ভোট নিয়ে সাগর বিধানসভার বিধায়ক ভোটে জয়লাভ করেছে। কিন্তু বিরোধীদের তোলা সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

আমি দায়িত্ব নিয়ে বলছি যখন থেকে সাগর বিধানসভা তৈরি হয়েছে তখন থেকে নির্বাচনের সময় কোন অশান্তির পরিবেশ তৈরি হয়না। অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। ভোট দিতে বাধা দেয়া , বুথ জ্যম করা কোন কিছুই এখানে হয়না। যারা অভিযোগ করছে যে মৃত মানুষের ভোট নিয়ে সাগর বিধানসভায় জয়লাভ করেছে বিধায়ক তাদের পায়ের তলার মাটি সরে  গিয়েছে ।

মানুষের সুখে দুঃখে তৃণমূল পাশে থাকে। যে ভোটার লিস্ট নিয়ে বিরোধীরা অভিযোগ করছে সেই ভোটার লিস্ট পুরনো ২০২৫ এর নতুন ভোটার লিস্টে মৃত মানুষের নাম গুলি বাদ গিয়েছে। পুরনো ভোটার লিস্ট নিয়ে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + twelve =