দম্পতির দেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে – পরিবারের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৯,মার্চ :: দম্পতির দেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে। রূপ কুমার বাউরি(৪০) ও মালা বাউরির(৩৫)মৃতদেহ উদ্ধার হল । পরিবারের সদস্যদের দাবি রূপ কুমারের দেহ ঝুলছিল সিলিং এ। মালার রক্তাক্ত দেহ পড়েছিল মেঝেতে।আসানসোলের কুলটির আলডি গ্রামের ঘটনা।

পরিবারের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী। প্রথমে স্ত্রী মালার গলার নলি কাটে স্বামী। তারপর নিজের গলার নলিতে ধারালো কিছু দিয়ে কাটার চেষ্টা করে।কিন্ত অসফল হওয়ায় শেষে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে রূপকুমার।খবর পেয়ে ঘটনাস্থলেই কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌচ্ছায়।

পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।হাসপাতালে দেহ দুটি নিয়ে আসার পর দুজনের গলাতেই ক্ষত ও রক্ত দেখা গেছে। রূপকুমার পেশায় রাজমিস্ত্রি। কখনো গাড়ি চালাতেন।। মালা লোকের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। তাদের চার মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।

সংসারে অভাব নিয়ে প্রায় অশান্তি লেগেছিল। পরিবারের সদস্যদের দাবি অনেক জায়গায় লোন ছিল তাঁদের। প্রায়ই লোনের তাগাদা দিতে আসতো করবারিরা। রাতে স্বামী স্ত্রী একটা ঘরে ছিলেন রাত্রে। পাশের ঘরে ছিল তিন মেয়ে। তারা সকালে মা বাবাকে ঘুম থেকে ওঠাতে গিয়ে এই দৃশ্য দেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =