নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ৯,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার বিরে পলতা গ্রামে ঘটে গেল রবিবার এক মর্মান্তিক ঘটনা। প্রতিদিনের মতো এদিন সকালে ফুল তুলতে গিয়েছিল বছর তেরোর রিঙ্কু ক্ষেত্রপাল। কিন্তু সেই সকালই হয়ে উঠল তার জীবনের শেষ সকাল।
হঠাৎই বিষধর গোখরো সাপ তার ডান পায়ে একাধিকবার ছোবল মারে। চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। তড়িঘড়ি তাকে উদ্ধার করে যাতে বিষ শরীরে না ছড়ায়, তার জন্য পায়ে শক্ত করে দুটি বাঁধন দেওয়া হয়। বিষধর সাপটিকেও ধরে বালতিতে বন্দি করে। এরপর রিঙ্কুর বাবা তাকে কোলে নিয়ে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান।
হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসকদের কাছে মেয়েকে বাঁচানোর জন্য কাতর আবেদন করেন তিনি। কিন্তু শত চেষ্টার পরেও শেষরক্ষা হয়নি, রিঙ্কুকে বাঁচাতে পারেননি চিকিৎসকরা। মেয়ের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তার বাবা-মা ও আত্মীয়রা।