কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,মার্চ :: এবার আবাস যোজনায় বিজেপি র সদস্যর বিরুদ্ধে কাটমানি চাওয়া এবং মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে।
অভিযোগ সারিয়াম চৌধুরী আবাস যোজনায় একটি ঘর পায়। অভিযোগ বিজেপি র সদস্য গোবিন্দ চৌধুরী ২০ হাজার টাকা কাটমানি চায়।
সেই সময় সারিয়াম চৌধুরীর হাতে টাকা না থাকায় ছাগল বিক্রি করে টাকা দেয়। অভিযোগ প্রথম কিস্তি টাকা পাওয়ার পর দ্বিতীয় কিস্তির জন্য আবার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। না দিলে মারধর করা হয় সারিয়ামকে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।