নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: সোমবার ১০,মার্চ :: শিক্ষাঙ্গনে নৈরাজ্যের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের মান অক্ষুন্ন রাখতে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে সিপিএম ও তৃণমূলের বিশৃঙ্খলার প্রতিবাদে নবীনা সিনেমাহলের সামনে থেকে যাদবপুর থানা পর্যন্ত ধিক্কার মিছিল।
মিছিলের আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য যুব মোর্চা, বিজেপি দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা। মিছিলের নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রয়েছেন রাজ্যের যুব-মোর্চার সভাপতি ড: ইন্দ্রনীল খাঁ।