নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মেমারি :: সোমবার ১০,মার্চ :: আজ সোমবার আনুমানিক সকাল ন’টা নাগাদ যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত বামুনিয়া এলাকায়। বামুনিয়া সংলগ্ন এলাকায় মাঠের মাঝখানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের দেখতে পান চাষীরা।
এরপর এই খবর দেওয়া হয় ভিলেজ পুলিশকে, ঘটনাস্থলে মেমারী থানার সতগেছিয়া ফাঁড়ির পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পাহারাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘী থানার অন্তর্গত বালিশা গ্রামের বাসিন্দা অমিত রানা এবং সাগরিকা সাঁতরা । ছেলেটির আনুমানিক বয়স ২৫ বছর এবং মেয়েটির আনুমানিক বয়স ১৯ বছর ।
বড় পলাসন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকায় ফাঁকা মাঠে একটি গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন । তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছেন।