সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: মঙ্গলবার ১১,মার্চ :: খুদেদের খেলার দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ । একই পরিবারের ছজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের চন্দনেশ্বর থানার মলিমুকুন্দী গ্রামে।
সূত্রের খবর গ্রামের একটি মাঠে ফুটবল খেলার সময় স্থানীয় হারান মোল্লার পরিবারের ছেলে ও লায়েপ মোল্লার পরিবারের ছেলের মধ্যে বিবাদ বাধে। এই দ্বন্দ্ব মেটাতে গেলে লায়েপ মোল্লার পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হারান মোল্লার পরিবারের উপর চড়াও হয়।
এক নাবালক সহ ছজনকে বেধড়ক মারধর ও কোপানো হয় । আহতদের মধ্যে ওই নাবালকের অবস্থা গুরুতর।আহতদের প্রথমে নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থার অবনতি হওয়ায় ওই নাবালক সহ আরো একজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় । স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চন্দনেশ্বর থানার পুলিশ । ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।