নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: বসিরহাট মহকুমার বসিরহাট থানার ইটিন্ডা পানিতর গ্রাম পঞ্চায়েতে এলাকার বাসিন্দা নবাব শরিফ ঢালী ও রমজান মোল্লার কাছ থেকে ১৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করে বসিরহাট থানার পুলিস।
৫০০ টাকার ৩০ টি জাল নোট উদ্ধার করা হয়।পুলিস সূত্রে জানা যায় গত কয়েক মাস ধরে জাল নোট কারবারি একটি চক্র সীমান্ত এলাকাসহ বসিরহাটের বিস্তীর্ণ বাজার এলাকায় এই জাল টাকা ছড়ানোর চক্রান্ত চালাচ্ছে।
এই খবর পেয়ে তদন্ত নেমে তল্লাসি চালাতে গিয়ে জানতে পারে ঘোজাডাঙ্গার সীমান্ত লাগাওয়া একটি জাল নোট চক্রের পান্ডারা আস্তানা গেড়েছে। পুলিশের কাছে গোপনসূত্র খবর পেয়ে বসিরহাট চাঁপাপুকুর রোড থেকে গ্রেফতার করে দুই জাল নোট কারবারিদের। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৫ হাজার টাকার জাল নোট।