নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: দোলের দিন মদ খেয়ে রাস্তায় মাতলামি, ঝামেলা দেখলেই ব্যবস্থা হুগলি গ্রামীন পুলিশের,রাতে চলল অভিযান। দোলের আগে হুগলি গ্রামীন পুলিশের পানশালা ধাবায় অভিযান,গ্রেফতার তিনজন, আটক প্রচুর বিলিতি মদ।
দোল ও হোলির সময় প্রতিবছরই মদ খেয়ে বাড়াবাড়ি দেখা যায়।নানা রকম অপ্রীতিকর ঘটনাও ঘটে। এবার তাই আগে ভাগে সাবধানতা নিয়েছে হুগলি গ্রামীন পুলিশ।
বুধবার রাতে গ্রামীন পুলিশের ডিএসপি ডিএন্ডটি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে পোলবা থানা এলাকায় দিল্লী রোডের ধারে পানশালা ও ধাবা গুলোতে অভিযান চালানো হয়।ছিলেন সিআই ধনিয়াখালি রামগোপাল পাল ও ওসি পোলবা নাজিরুদ্দিন আলি।
পানাশালায় যাতে অবৈধ কিছু না হয় তার জন্য সতর্ক করার পাশাপাশি ধাবা হোটেল গুলোতে বেআইনি মদ বিক্রি করতে নিষেধ করা হয়। বেআইনি ভাবে মদ মজুত ও বিক্রি করার অভিযোগে দুইজন গ্রেফতার করে পুলিশ।প্রচুর বিদেশি মদ আটক করে। উৎসবের দুদিন মদ খেয়ে রাস্তায় মাতলামি করলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দেওয়া হয়।