সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার ১৪,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনা। বারুইপুর পশ্চিম বিধানসভার হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের বিড়াল গ্রামের জামতলাতে রাস্তার পাশেই একটি সরকারি জমিতে থাকা ডোবা(ভেস্টেড ল্যান্ড) মাটি ফেলে বোজানো হচ্ছে বলে অভিযোগ।
অভিযোগ হরিহরপুর গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে সেখানে একটি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য মাটি ফেলে বোজানো হচ্ছে।
তা নিয়ে স্বরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সিপিএম নেতা লায়েক আলির অভিযোগ, বারুইপুরে একাধিক জলা জমি ও পুকুর ভরাট হয়ে গিয়েছে। সমস্তটাই প্রশাসনকে জানিয়েছেন। এবার তারা সমস্ত লিস্ট নিয়ে আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দিয়েছেন।
বিজেপি নেতা গৌতম চক্রবর্তীর অভিযোগ, তৃণমূল এখন খাল পুকুর বুজিয়ে উন্নয়ন করছে, যা বাস্তু তন্ত্রে ব্যাপকভাবে প্রভাব ফেলবে। যদিও ডোবা ভরাটের অভিযোগ অস্বীকার করেছেন হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল মিত্র।
তার দাবি, ওটা একটা লোল্যান্ড সেখানে মাটি ফেলে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হবে। বিরোধীরা উন্নয়ন দেখতে পাচ্ছে না তাই তারা মিথ্যা অপপ্রচার করছেন।
বারুইপুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে, জলাজমি ও পুকুর ভরাট করা যাবে না। সেখানে এই ধরনের কাজ হচ্ছে কিনা তা খোঁজ নিয়ে দেখবেন।
যদিও প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী যেখানে জলা জমি পুকুর ভরাটের ঘোর বিরোধিতা করে আসছেন, সেখানে সরকারী জমিতে ডোবা ভরাট করে সরকারি প্রকল্প করার উদ্যোগ কতটা যুক্তিযুক্ত।