নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শুক্রবার ১৪,মার্চ :: চুঁচুড়া বিধানসভায় বসন্ত উৎসব ২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্রভবনে। প্রতিবছরের মতন এই বছরেও বসন্ত উৎসব এর আয়োজন করেন বিধায়ক অসিত মজুমদার।
যেহেতু এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে সেই কথা মাথায় রেখে ঘড়ির মোড়ে যে বসন্ত উৎসব আয়োজন করা হতো সেই উৎসব রবীন্দ্র ভবনে আয়োজন করা হয় । নৃত্যশিল্পীদার নিয়ে ঘড়ির মোড় থেকে রবীন্দ্রভবন পর্যন্ত শোভাযাত্রা করা হয় ।
তারপর চুঁচুড়া রবীন্দ্র ভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বসন্ত উৎসব অনুষ্ঠানে এসে উপস্থিত হন হুগলির সংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন দোল পূর্ণিমায় সকলকে শুভেচ্ছা বিনিময় করেন।