নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: শুক্রবার ১৪,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার কালনা রাজপথ দখল করে নিল কচিকাঁচারা, শুক্রবার বসন্ত উৎসব পালিত হচ্ছে কালনা রাজপথে।, কালনার ১০৮ শিব মন্দির থেকে অম্বিকা স্কুলের মাঠ পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিগত ১১ বছর ধরে উদিচি সংস্থার হাত ধরে ২৩ টি সংস্কৃতিক সংস্থা এই বর্ণাঢ্য শোভাযাত্রা অংশগ্রহণ করে । অম্বিকা স্কুলের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই শেষ হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপ্লুত কচিকাঁচারা।