নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেলুড় :: শুক্রবার ১৪,মার্চ :: চিরাচরিত প্রথা অনুযায়ী বেলুড় মঠে শুভ দোলযাত্রা অনুষ্ঠান শুরু হলো রামকৃষ্ণ মন্দিরে সন্ন্যাসী মহারাজ সংগীতানুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণ চরণে আবীর দিয়ে অনুষ্ঠান সূচনা হয় ।
মন্দির এবং বেলুড় মঠ চত্বর খোল করতাল নিয়ে গান-বাজনা করতে করতে সন্ন্যাসী মহারাজরা দোল উৎসব পালন করছেন । ৪৫ মিনিট অনুষ্ঠানের পর শেষ হলো বেলুড় মঠের দোল উৎসব