ঈদের কেনাকাটা করতে এসে পথ দুর্ঘটনার মৃত্যু এক শিশুসহ ৬ জনের ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ১৫,মার্চ :: ঈদের কেনাকাটা করতে এসে তিনটি টোটোর সাথে একটি স্করপিও গাড়ির সংঘর্ষে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মোট ৬ জনের। প্রথমে এক শিশু সহ দুই মহিলার মৃত্যু হয় ঘটনাস্থলে।

এমনই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার চারাতলা পেট্রোল পাম্পের কাছে, কৃষ্ণনগর করিমপুর রাজ্য সড়কের ওপর। স্থানীয় সূত্রে খবর, মৃত সকলে একটি চার চাকা গাড়ি করে চাপড়া বাজারে ঈদের কেনাকাটা করতে এসেছিল।

বাড়ি ফেরার পথে চারাতলা পেট্রোল পাম্পের কাছে, পরপর ৩ টে টোটোর সাথে একটি চার চাকা গাড়ির সংঘর্ষ হয়।

ঘটনাস্থল থেকে চাপড়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় চাপড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ দুই মহিলা মোট তিনজনকে প্রথমে মৃত বলে ঘোষণা করে। বাকি প্রায় ১০ থেকে ১২ জনকে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।

সেখানে মৃত্যু হয় আরো এক মহিলা সহ দুই পুরুষের। এ নিয়ে মৃতের সংখ্যা মোট ৬ জন। দুর্ঘটনার পর একটি যাত্রীবাহী বাসে করে আহতদের নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করেছিল স্থানীয়রা। যাত্রীবাহী বাসের চালক এবং কন্ডাক্টর  রাজি না হওয়ায় সেই বাসের দরজা-জানলা ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় চাপড়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 6 =