নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: শনিবার ১৫,মার্চ :: ফের অমানবিক চিত্র নদীয়ায়। নিজের চার বছরের শিশু কন্যাকে প্রথমে রাস্তায় আছাড় মেরে,পরবর্তীতে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের ওপর থেকে নদীতে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত বাবাকে আটক করেছে নদীয়ার ধুবুলিয়া থানার পুলিশ।
মৃত শিশুর মা
পুলিশ সূত্রে খবর নদীয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া ২ নম্বর পঞ্চায়েতের মায়াকোল এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোষ ওরফে বুদু ঘোষ, তার নিজের মেয়েকে হত্যা করেছে এই অভিযোগে আটক করা হয়েছে। এলাকাবাসী সূত্রে খবর অভিযুক্তর স্ত্রীর অন্যত্র সম্পর্ক ছিল। তার স্ত্রী আজ হঠাতই বাপের বাড়ি চলে যায়।
সন্ধ্যেবেলায় এসে নিজের মেয়েকে বুদু ঘোষ জিজ্ঞেস করে মা কোথায়, যখন বাচ্চা মেয়েটি জানায় তার মা বাপের বাড়ি গেছে,তার পরেই মেয়েকে ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে এসে প্রথমে রাস্তায় আছাড় মারে, পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়।
এরপর বাড়িতে গিয়ে অভিযুক্ত তার মাকে জানায় তার মেয়েকে মেরে ফেলেছে। কথা জানাজানি হতেই এলাকাবাসী অভিযুক্ত বুদু ঘোষ কে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে সে কোনভাবেই মুখ খুলতে চায় নি।
এরপর ধুবুলিয়া থানায় খবর দিলে ধুবুলিয়া থানার পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার মেয়েকে সে নির্মমভাবে মেরে ফেলেছে। এরপরই ধুবুলিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের নিচে নদী থেকে ফুটফুটে চার বছর শিশু কন্যার নিথর দেহ উদ্ধার করে।