নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বহরমপুর :: রবিবার ১৬,মার্চ :: মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধরের বিশেষ সহযোগিতায় এবং মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটির পরিচালনায় তিন দিন ব্যাপী জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সাংস্কৃতিক মিলন মেলা ও বসন্ত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হলো, ঐতিহাসিক আস্তাবল ময়দানে।
গত ১৪ই মার্চ সকাল সকাল বর্ণাঢ্য প্রভাত ফেরীর মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসব। সেই সঙ্গে সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজনে সংগীতশিল্পী শিলাজিৎ রয় এবং সেঁজুতি দাসের গানে মেতে উঠে মুর্শিদাবাদ শহরবাসী।
এদিন বসন্ত উৎসবের আয়োজনে প্রায় কুড়ি হাজার মানুষ ঐতিহাসিক আস্তাবল মাঠে বসন্তের উৎসবে মেতে উঠেন। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিত ধরের এই আয়োজন কে সাধুবাদ জানিয়েছে শহরবাসী।