নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রায়দিঘি :: সোমবার ১৭,মার্চ :: দক্ষিণ ২৪ পরগনা:উচ্চ মাধ্যমিক ৩ পরীক্ষার্থী সেন্টারে যাওয়ার পথে, পথ দুর্ঘটনায় গুরুতর আহত ৩ জন।
ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে, জানা যায় রায়দিঘির হাই স্কুলের ছাত্র আজিজুল শেখ, বিভাষ মন্ডল,ঋতম ঘোষ। ৩ জনের আজ কাশিনগর হাই স্কুলে পরীক্ষার সেন্টার পড়ে,পলিটিক্যাল সাইন্স নিয়ে আজ পরীক্ষা ছিল তাদের।
আজ তারা একটি মোটর বাইক নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে রায়দিঘির এক নম্বর এলাকায় বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে গুরুতর আহত হয় তিন জন।
তিনজনের মধ্যে বিভাষ মন্ডল এবং রীতম ঘোষ কে ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করা হয়েছে এবং আজিজুল শেখ রায়দিঘি গ্রামীণ হাসপাতালে প্রশাসনের সহযোগিতায় পরীক্ষা দিচ্ছে বলে জানা গেছে।
অন্যদিকে বাইক ও অটো দুর্ঘটনায় আহত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। আহত পরীক্ষার্থীর নাম রোহিত মন্ডল। সঙ্গে আরো দুজন ছিল একজনের নাম সায়ন মন্ডল। আরেকটি সায়েম মন্ডল।বাইক নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিল বারুইপুর মাদারাট পপুলার একাডেমিতে। ধপধপি স্কুলে পড়ে। বাড়ি ধপধপি স্টেশনের কাছে।
বাইক নিয়ে তিনজনে পরীক্ষা দিতে যাচ্ছিল উচ্চমাধ্যমিক। শাঁখারিপুকুরের কাছে একটি অটোর সঙ্গে বাইকের ধাক্কা লাগে। রোহিত মন্ডলের গুরুতর চোট লাগে তাকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে আসে স্থানীয় বাসিন্দারা আর দুজনের অল্প চোট লাগে, তারা মাদারাট পপুলার একাডেমিতে পরীক্ষার হলে পরীক্ষা দিতে চলে যায়।
রোহিত মন্ডল বারইপুর মহাকুমা হাসপাতালে এখন চিকিৎসাধীন রয়েছে। আজকেরই পলিটিকাল সায়েন্সের শেষ পরীক্ষা ছিল।