দুই পা বিহীন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান ‘প্রচেষ্টার’

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: মঙ্গলবার ১৮,মার্চ :: মুসলিম সম্প্রদায়ের মানুষদের চলছে এখন রমজান মাস। আর এই রমজান মাস পেরোলেই আসবে খুশির ঈদ। তাই ঈদ এর উপহার হিসেবে দুই পা বিহীন এক ব্যক্তিকে হুইল চেয়ার উপহার দিলেন দুবরাজপুরের “প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি”র সদস্যরা।

এই সোসাইটির কর্ণধার অভীক মিশ্র জানান, দুবরাজপুর পাওয়ার হাউস সংলগ্ন নঈমী পাড়ার বাসিন্দা মহম্মদ সফিক খানকে আমরা হুইল চেয়ার তুলে দিলাম। কারণ বিগত ৬ মাস আগে এক দুর্ঘটনায় তাঁর দুটি পা কেটে বাদ দিতে হয়।

ফলে তিনি চলাফেরা করতে অসমর্থ। তাই আমরা যখন তাঁর কষ্টের কথা জানতে পারি তখনই সিদ্ধান্ত নি যে তাঁকে আমরা একটি হুইল চেয়ার তুলে দেব। এই হুইল চেয়ারটি পেয়ে শুধু উনি খুশি নন, ওনার পরিবার ছাড়া প্রতিবেশীরাও খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =