নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: মঙ্গলবার ১৮,মার্চ :: বিএমএস (ভারতীয় মাজদুর সংঘ) হুগলি জেলা শাসক অফিসে একটি স্মারকলিপি জমা দিয়েছে। জেলা আধিকারিকের মাধ্যমে সংঘ তার দাবিগুলি দেশের অর্থমন্ত্রী নির্মলা সিথারামানের নিকটে রাখার চেষ্টা করেছে।
নেতাকর্মীরা ঘড়ি মোড় থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে একটি মিছিল আয়োজন করে। ইউনিয়নের রাজ্য সচিব সুরেন্দ্র যাদব বলেছেন যে তাঁর ছয়টি দাবি করা হয়েছে। পেনশন ৫০০০ টাকা হতে হবে।
কর্মচারী রাজ্য বীমা এর বেতন সীমা ২১০০০ থেকে ৪২০০০ টাকা এবংইপিএফের বেতন সীমা ১৫০০০ থেকে ৩০,০০০ টাকা করতে হবে ।
সরকারী সম্পত্তি বিক্রয় সঙ্গে সঙ্গে নিষিদ্ধ করা উচিত। বীমা তে ১০০% বিদেশী বিনিয়োগ নিষিদ্ধ করা উচিত। অসংগঠিত মজদুর দের জন্য পর্যাপ্ত তহবিল সরবরাহ করা উচিত। স্কিম ওয়ার্কার্স দের সরকারি কর্মচারী অনুয়ায়ী বেতন দিতে হবে।
কেন্দ্রীয় বাজেট অধিবেশনে এই বিষয়গুলি উপেক্ষা করার অভিযোগ এনে এই উপলক্ষ্যে আফসোস প্রকাশ করেছেন, বিএমএস জেলা সচিব মনোজ চৌধুরী, সদস্য সঞ্জয় উপাধ্যায় এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।