নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বুধবার ১৯,মার্চ :: বিগত দু’বছরে হুগলিতে ব্যাপক হারে বেড়েছে নিখোঁজ নাবালিকার সংখ্যা। গত বছর আটশোর বেশি। চলতি বছর শুধু জানুয়ারিতেই সংখ্যাটা শতাধিক। যা নিয়ে রীতিমত উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন।
নাবালিকা নিখোঁজ সংক্রান্ত সমস্ত রকম তথ্য নিতে জেলায় হাজির হলেন কমিশনের সদস্য অর্চনা মজুমদার। এ দিন চুঁচুড়ার সার্কিট হাউজে তিনি জেলা প্রশাসন ও গ্রামীণ পুলিশের সঙ্গে বৈঠক করেন। ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অমিতেন্দু পাল, হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, আরামবাগের সিআই রাকেশ কুমার সিং সহ অন্যান্য অধিকারিকেরা।
প্রশাসন সূত্রে খবর, জেলার মধ্যে নাবালিকা নিখোঁজের সংখ্যা আরামবাগ মুহকুমায় সব থেকে বেশি। অর্চনা দেবী বলেন, হুগলির পরিসংখ্যান সত্যিই উদ্বেগ জনক। কেন, কী ভাবে, সংখ্যাটা আগামীবছরের মধ্যে অর্ধেকে নামিয়ে আনা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, নিখোঁজ নাবালিকারা উদ্ধার হলেও প্রায় ২৫ শতাংশের খোঁজ নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বিয়ে করে নিচ্ছে। মোবাইলের অপব্যবহার যেমন আছে তেমন পরিবারিক দোষ-কারণও রয়েছে বলে তিনি জানান।