বিজেপির মেরুকরণের রাজনীতি প্রতিহত করতে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের মহামিছিল মুগবেড়িয়া ব্যাঙ্ক মোড় থেকে মাধাখালি বাজার পরিক্রমা করে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পূর্ব মেদিনীপুর :: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের অাহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অার্থিক নীতির বিরুদ্ধে, বিজেপির মেরুকরণের রাজনীতি প্রতিহত করতে ও বিজেপির সন্ত্রাস প্রতিরোধ কল্পে প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের মহামিছিল মুগবেড়িয়া ব্যাঙ্ক মোড় থেকে মাধাখালি বাজার পরিক্রমা করে।

মহামিছিল শেষে মাধাখালি ময়দানে জনসভা অায়োজিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভগবানপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক শেখর জানা। সমাবেশে বক্তব্য রাখেন মৎস্য মন্ত্রী অখিল গিরি, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক তরুণ মাইতি, প্রাক্তন বিধায়ক অর্ধেন্দু মাইতি, বিধায়ক উত্তম বারিক, চৈতন্যময় নন্দ,জেলা পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন দাস, প্রমুখ নেতৃবৃন্দ।

মৎস্য মন্ত্রী অখিল গিরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র সমালোচনা করেন। সেই সাথে বিজেপির মেরুকরণের রাজনীতি ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টা রোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার অাহ্বান জানান। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক তরুণ মাইতি বিজেপির বিভেদ, বিদ্বেষ ও ঘৃণার রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে প্রতিবাদে সামিল হওয়ার অাহ্বান জানান।

বিধায়ক উত্তম বারিক বলেন বিজেপির জনবিরোধী নীতির ফলশ্রুতিতে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। জনবিরোধী মোদী সরকারের অপসারণের লক্ষে উত্তাল গণঅান্দোলনের অাহ্বান জানান প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

বিজেপির সন্ত্রাস প্রতিরোধে ভগবানপুরের মানুষকে ঐক্যবদ্ধ সংগ্রাম সামিল হওয়ার অাবেদন জানান মামুদ হোসেন। বিজেপি যে ভাষায় কথা বলবে সেই ভাষায় তৃণমূল কংগ্রেস প্রস্তুত বলে উল্লেখ করেন ভগবানপুর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শশাঙ্ক জানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 4 =