নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: বৃহস্পতিবার ২০,মার্চ :: কন্যা সন্তান হওয়ায় খুশিতে ডগমগ পরিবার। কন্যা সন্তান হওয়ার খুশিতে গাড়ি সাজিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা। ধূপগুড়ির মাগুরমারী দুই গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকার বাসিন্দা বিভাস রায় ও তার স্ত্রী পূর্ণিমা রায়। জলপাইগুড়ি মাতৃমাতে কন্যা সন্তানের জন্ম দেন পূর্ণিমা।
আত্মীয় স্বজনদের নিয়ে একটি গাড়ি বিশেষ ভাবে সাজিয়ে কন্যাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসেন বিভাস। পেশায় ব্যাবসায়ী বিভাস তিনি বলেন আমাদের পরিবারে কোনো কন্যা সন্তান নেই, তাই আগে থেকেই ঠিক করে রেখেছিলাম কন্যা সন্তান হলে তাকে জাঁকজমক ভাবে বাড়ি নিয়ে আসবো।
এদিন হাসপাতাল থেকে ছুটি দেবে বুঝতে পারি নি তবুও অল্প সময়ের মধ্যে গাড়ি সাজিয়ে এলাকার মানুষকে মিষ্টি মুখ করিয়ে মেয়েকে ঘরে তুলি।এছাড়াও তিনি বলেন বিভিন্ন জায়গায় দেখা যায় কন্যা সন্তান জন্ম দেওয়ার ফলে তার মায়ের উপর অত্যাচার হয়।
আমি বলবো ছেলে মেয়ে উভয়ই সমান মেয়েরাও আজ কোনো অংশে ছেলেদের থেকে পিছিয়ে নেই।অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলেরা যা পারে না মেয়েরা তা করে দেখিয়েছে।