নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: বৃহস্পতিবার ২০,মার্চ :: গতকাল, ১৯ মার্চ ২০২৫, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপির একটি মিছিলের সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। শুভেন্দু অধিকারীর অভিযোগ, তাঁর গাড়িতে লাঠি দিয়ে আঘাত করা হয়েছিল, যা থেকে তিনি অল্পের জন্য রক্ষা পান।
এই ঘটনার প্রতিবাদে আজ, ২০ মার্চ ২০২৫, হুগলির চুঁচুড়ায় জিটি রোডে বিজেপি কর্মীরা অবরোধ করেন। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বারুইপুরের ঘটনার পর, শুভেন্দু অধিকারী অভিযোগ করেন যে, তাঁর কনভয়ে লাঠি দিয়ে হামলা চালানো হয়েছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ যা করলেন, তার হিসেব হবে।” এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা চুঁচুড়ায় জিটি রোড অবরোধ করেন।