সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বৃহস্পতিবার ২০,মার্চ :: চলছে পবিত্র রমজান মাস, সামনেই রয়েছে ঈদ । ভেনাস মোড় সংলগ্ন মসজিদের সামনে প্রতিবছরের মতো এ বছরও বসেছে বাজার। প্রসঙ্গত প্রত্যেক বছর ভেনাস মোড় সংলগ্ন মসজিদে সামনে বাজার বসে থাকে । অন্তত ১৮ দিন ধরে চলে এই বাজার।

রয়েছে বিভিন্ন রকমের জিনিস যার মধ্যে উল্লেখযোগ্য শুকনো ফল যেমন কাজু কিসমিস আখরোট, সাজপোশাকের মধ্যে পাঞ্জাবি। এছাড়া আরও রকমারি জিনিস। দোকানদাররা জানিয়েছেন প্রত্যেক বছরের মত এ বছরও আশা রাখছেন ভালোই বিক্রি হবে। সবে বসেছে বাজার , তবে ক্রেতারা আসছেন। বিক্রি হওয়া শুরু হয়েছে আশা রাখছেন এ বছরও ভালো বিক্রি হবে।