নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: বৃহস্পতিবার ২০,মার্চ :: এই মুহূর্তে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে একটি চাঞ্চল্যকর খবর উঠে আসছে। ৫০ কেজির বস্তা মাথায় করে প্রায় ৮ কিলোমিটার নিয়ে যেতে পারলেই মিলবে টাকা । এমন অদ্ভুত বাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিহরপাড়ার তাজপুর এলাকায়।
জানা যায় ,বুধবার রাত্রি নটা নাগাদ চায়ের দোকানে বসে দুই বন্ধুর মধ্যে অদ্ভুত বাজি হয় । বাজিতে রাজিও হন তাজপুরের বাসিন্দা আব্বাস আলি। তাজপুর মোড় থেকে ৫০ কেজির বস্তা মাথায় নিয়ে নিশ্চিন্তপুর মোড় আসেন ওই যুবক
যা দেখতে রাস্তার দুপাশে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষজন। এমন অদ্ভুত বাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বাজিতে জিতে নগদ চার হাজার টাকা পেয়েছেন আব্বাস আলী।