নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২১,মার্চ :: হাওড়ায় বাউরিয়া জুট মিলে ২ নম্বর ইউনিটে আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে হঠাৎই দু’নম্বর ইউনিট থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মরত শ্রমিকরা । এরপর মুহুর্তে তা আগুনে পরিণত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে দুনম্বর ইউনিটে।
দু’নম্বর ইউনিটের পুরো অংশ ভষ্মীভূত হয়ে যায় ওই আগুনে । খবর পেয়ে দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান মেশিনারির ত্রুটি কিংবা শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান।
তবে ওই ইউনিট বন্ধ থাকায় হতাহতের কোন খবর নেই। সম্পূর্ণ বিষয়টি তদন্ত করে দেখবেন দমকল আধিকারিকরা ও পুলিশ আধিকারিক বলে জানিয়েছেন।