নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২১,মার্চ :: ২২ মার্চ বন দিবস । তার প্রাক্কালে পশ্চিম বাংলার বন দপ্তর এবং জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ আসানসোল ও দূর্গাপুরের বিভিন্ন রাস্তার সংযোগ স্থলে আইনি সচেতনতা বাড়াতে পথ সভার আয়োজন করা হয়।
জেলা আইনি কতৃপক্ষের সম্পাদিকা আম্রপলী চক্রবর্তী জানান বর্তমানে বিভিন্ন জায়গায় বন্য পশু থেকে শুরু করে সাধারণ জন্তু জানোয়ার পশুপাখি নিয়ে ব্যাবসা শুরু হয়েছে। তাদের হত্যা করে তাদের চামড়া, আঁশ নিয়ে বেআইনী ভাবে পাচার করা হচ্ছে তাই তারা জনগণকে সচেতন করছেন ।
কোন পশু পাখিকে ব্যাবসা করা আটকাতে স্থানীয় বন দপ্তরকে খবর দিতে এবং বন এরিয়া ছাড়া শহরাঞ্চলের বিভিন্ন জায়গায় গাছ কাটা বন্ধ করতেও বন দপ্তরকে খবর দিতে হবে এবং যদি একান্ত গাছ কাটার হলে বন দপ্তর থেকে অনুমতি নিতে হবে।