সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র থেকে নাম বাদ গেল মেয়রের – তাহলে কি গোষ্ঠী কোন্দলের জেরেই এই ঘটনা উঠছে প্রশ্ন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ২১,মার্চ :: ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি উদ্যোগে আসানসোল রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হতে চলছে ছোটদের ছায়াছবি অনুষ্ঠান।

জানা গিয়েছে শিশু কিশোর অ্যাকাডেমি, তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল ফিল্ম অ্যাকাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠান করা হচ্ছে।

কিন্ত এই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়ের।আমন্ত্রণ পত্রে রাজ্যের তিন মন্ত্রী, আসানসোলের সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি এবং জেলাশাসকের নাম রয়েছে।

শুধু ব্রাত্য রয়েছেন মেয়র বিধান উপাধ্যায়।এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।মেয়র হচ্ছেন আসানসোলের প্রথম নাগরিক তারপরেও কেন সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে থেকে তার নাম নেই।

এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এমন হয়েছে বলে দাবি বিজেপির।যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শাসকদল তৃণমূল।এই প্রসঙ্গে আয়োজকের তরফে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতির দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত বলেন এমনি কোনো কারণ নেই।

তবে কার্ডে মন্ত্রীদের নাম আছে, জেলা পরিষদের সভাধিপতির এবং জেলাশাসকের নাম রয়েছে।নাম বাদ দেওয়ার পিছনে কোনো কারণ নেই।যদিও নাম বাদ প্রসঙ্গে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন এটা নিয়ে কিছু বলা যায় না।সরকারি অনুষ্ঠান হলে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 18 =