নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: শুক্রবার ২১,মার্চ :: সম্প্রতি বারুইপুরে বিরোধী দলনেতার ওপরে হামলা নিয়ে চিন্তিত রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই প্রসঙ্গে তিনি বলেন বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা ঘটছে, যা খুবই দুঃখজনক।
সরকারের পাশাপাশি সকলকে এগিয়ে এসে এই হিংসা রুখতে হবে। বিশেষ করে সিভিল সোসাইটিকে আরও এগিয়ে আসতে হবে। কোনও ব্যক্তির জীবনের বিনিময়ে এই হিংসা একদমই কাম্য নয়।
এই বাংলায় রামনবমী শান্তিতে উদযাপন হবে। তিনি ছাত্র হিংসা নিয়ে প্রসঙ্গত বলেন শুধু যাদবপুর নয়, যে কোনও ক্যাম্পাসে যে কোনও ঘটনা রুখতে আমরা বদ্ধপরিকর।