রাঙাপানির দুর্গা মন্দিরের বাসন্তী পূজা ৩০ তম বর্ষে পদার্পণ করতে চলেছে,

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২১,মার্চ :: রাঙাপানির দুর্গা মন্দিরের পূজো এবারে ৩০ তম বর্ষে পদার্পণ করবে। এই পুজোর বিশেষ খ্যাতি রয়েছে। প্রত্যেক বছর ধুমধাম করে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে দুর্গা মন্দিরে। এ বছরও চলছে তার প্রস্তুতি।

শ্রী নরেন্দ্র নাথ পোদ্দার নিজের ব্যক্তিগত উদ্যোগে প্রত্যেক বছর রাঙাপানির দুর্গা মন্দিরে বাসন্তী পূজা করে থাকেন। এ বিষয় তিনি জানিয়েছেন প্রত্যেক বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হতে চলেছে বাসন্তী পূজা। চলছে জোরদার প্রস্তুতি। এপ্রিল মাসের ৩ তারিখ মহাষষ্ঠী সেদিন থেকেই শুরু হয়ে যাবে বাসন্তী পূজা।

এরপরে মহাসপ্তমী মহা অষ্টমী মহানবমী দশমী। রয়েছে বস্ত্র বিতরণ কর্মসূচি। পাশাপাশি এই বাসন্তী পূজোকে ঘিরে অন্তত সাত দিন ধরে বাউল গান ও লোকসংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। বহিরাগত শিল্পীদের দ্বারা বাউল গান পরিবেশন হবে। কৃষ্ণনগর নবদ্বীপ নদীয়া থেকে শিল্পীরা এসে বাউল গান প্রদর্শন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =