নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: শনিবার ২৩,মার্চ :: শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ১০ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়। পরে তাকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ।গ্রেপ্তারের পর ১৪ মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস তাকে বহিষ্কার করে।টানা দু বছর দু’বছর জেলবন্দি থাকার পর অবশেষে তাকে জামিন দেয় আদালত। আজ তিনি বলাগড়ের বারুইপাড়ার নিজের বাড়িতে ফিরছেন । বাড়ির বাইরে প্যান্ডেল করে মঞ্চ করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে নীল সাদা বেলুনের। কলকাতা থেকে বলাগড়ের বারুইপাড়া এসে পৌঁছায় শান্তনু।
তার অপেক্ষায় এদিন আসাম রোডের পাশে এলাকাবাসি সহ বহু মানুষ অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। শান্তনু আসতেই তাকে ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এরপর স্থানীয় কালীমন্দিরে গিয়ে নমস্কার করে তিনি বাড়ি ঢুকেন।