নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: শনিবার ২৩,মার্চ :: এবার থ্রেট দেওয়ার অভিযোগ উঠলো সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট এমএসভিপি কে। বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী এমএসভিপিকে । থ্রেট তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলী ভিক্টর এর।
পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী ওয়াসিম আলী ভিক্টর। এই ঘটনার পর থেকে ওই আধিকারিক আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিষয় নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহ স্বাস্থ্য দপ্তরের দশটি জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি বেসরকারি সংস্থার কর্মী বিকি শেখ বেশ কয়েকদিন ধরে নিয়ম মেনে ডিউটি করছিলেন না। এই বিষয়ে অভিযোগ করেছিলেন এসিস্ট্যান্ট এম এস ভি পি একমাস আগে। তার কোন সদ উত্তর না পাওয়ায় পুনরায় চলতি মাসের ১৭ তারিখ তাকে চিঠি মেল করা হয়।
মেল করার পরবর্তীকালে তৃণমূল নেতা অসীম আলী ভেক্টর সহ আরো দুজন এসে রুমের মধ্যে এমএসভিপিকে এক ধরনের হুমকি দিয়ে যান। এরপর থেকে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছেন