নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ২৩,মার্চ :: আসানসোল জামুড়িয়া বিধানসভার কেন্দা গ্রামের কুম্ভমেলায় পদপৃষ্ঠ হয়ে মৃত বিনোদ রুইদাসের পরিবার ক্ষতি পুরনের প্রথম কিস্তি পাচ লক্ষ টাকা পেলেন।
কিন্তু কোনো কাগজ পত্র ছাড়াই মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত ব্যাক্তির পরিবারের হাতে যোগী সরকারের ঘোষিত অর্থের এক কিস্তি হিসেবে পাচ লক্ষ টাকা নগদ দিয়ে গেলো চারজন ব্যাক্তি।তাদের মধ্যে তিনজন পুলিশ ড্রেসে ও একজন সিভিল ড্রেসে ছিলো বলে জানান বিনোদ রুইদাসের পরিবারের লোকেরা।
কিন্তু সেই অর্থ পুরো নগদে দেওয়াকে ঘিরে মৃত ব্যাক্তির পরিবারের লোকজনের পাশাপাশি এলাকার মানুষ জনের মনে বিভিন্ন প্রশ্ন উঠেছে।যেখানে সরকারি অর্থ ঢাকঢোল পিটিয়ে,সাংবাদিকদের মধ্যস্থতায় দেওয়া হয়ে থাকে।তবে এক্ষেত্রে কেন চুপচাপ করে এই অর্থ দেওয়া হল এনিয়েই উঠছে রাজনৈতিক তরজা।
মৃত বিনোদ রুইদাসের স্ত্রী শর্মীলা রুইদাস বলেন ক্ষতিপূরণ হিসেবে ২৫ লক্ষ টাকা দেওয়ার কথা কিন্তু আমাদেরকে পাচ লক্ষ টাকা দিয়ে গেল আরো চারবার কিস্তি করে বাকি টাকা দেওয়া হবে বলেছে তারা।
কিন্তু প্রশ্ন হচ্ছে একেবারেই দেক বা কিস্তিতে দেক নগদ টাকা কেন দেওয়া হচ্ছে। আমরা জানি সরকারি টাকা চেক বা ব্যাংক একাউন্ট এ দেওয়া হয়। আমরা বুঝবো কি করে যে এই টাকা আমাদেরকে ইউ পি সরকার থেকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হলো।