নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: শনিবার ২৩,মার্চ :: সুন্দরবনে জৈব পদ্ধতিতে চিংড়ি চারা চাষ মৎস্যজীবীদের হাতে দিলেন ব্লক প্রশাসন । অত্যন্ত সুস্বাদু মিষ্টি পরিবেশবান্ধব এই চাষ আগামী দিনের জেলা ও রাজ্যের বিভিন্ন বাজার দখল করবে বলে আশাবাদী মৎস্যজীবীরা ।
সরকারিভাবে বিনামূল্যে চিংড়ি চারা পেলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের ১২০০ জন মৎস্যজীবী । হিঙ্গলগঞ্জ ব্লক প্রশাসনের হাত থেকে বিনামূল্যে ভেনামী চিংড়ি চারা তুলে দেয়া হলো সম্পূর্ণ বিনামূল্যে।
জৈব পদ্ধতিতে এই মাছ তারা পুকুর মেছোঘেরিতে চাষ করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক এই চিংড়ির পোনা পেয়ে রীতিমতো খুশি সুন্দরবনের মৎস্যজীবীরা
তারা জানাচ্ছেন এতদিন আমাদের চিংড়ির পোনা বেশি মূল্য দিয়ে কিনে চাষ করতে হতো সেইগুলো আবার সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে কিন্তু এবার একেবারে জৈব পদ্ধতিতে চিংড়ি মাছ চাষে যেভাবে প্রশাসন পাশে এসে দাঁড়িয়েছে তাদের একদিকে পরিবেশের ভারসাম্য থাকবে
অন্যদিকে এই মাছ অত্যন্ত সুস্বাদু মিষ্টি । জেলা ও রাজ্যের বিভিন্ন বাজারে চাহিদা বাড়বে। দেওয়ানগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী ,মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন সহ প্রশাসনিক কর্তারা |
এদিন তারা সুন্দরবনের মৎস্যজীবীদের হাতে বিশেষ করে মহিলা যেসব মৎস্যজীবী রয়েছে এই ভেনামি চিংড়ির চারা তুলে দিলেন।