নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: শনিবার ২৩,মার্চ :: নারায়ণ পূজার মাটির তুবড়ি ফাটিয়ে আলোর রসনায় ভরাতে গিয়ে মাটির তুবড়ি বাস্ট করে। এর ফলে উপস্থিত ১৩ জন দর্শনার্থী জখম হয়। তাদেরকে দ্রুত সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ।
ঘটনাটি ঘটে দক্ষিণ২৪ পরগনার গঙ্গাসাগরের সুমতি নগর এলাকায়। তিনজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদেরকে কাকদ্বীপ স্পেশালিটি হাসপাতালে করা হয়। ঘটনাস্থলে চলে আসেন বিডিও কানাইয়া কুমার, জেলা পরিষদের সদস্য সন্দীপ পাত্র,ও থানার আধিকারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এলাকা উৎকণ্ঠে ভরে আছে।