শীত যেন ফুরাচ্ছে না পাহাড়ে, ভিড়ে ঠাসা দার্জিলিং

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: দার্জিলিং :: রবিবার ২৩,মার্চ :: শীত যেন শেষ হচ্ছে না পাহাড়ে। ভরা বসন্তকাল তবে শীতের আমেজ এখনো ভরপুর দার্জিলিং এ। ভরপুর শীতের আমেজ কুয়াশাচ্ছন্ন দার্জিলিং। সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করেছে। এত সুন্দর ও মনোরম আবহাওয়ার কারণে দার্জিলিঙে পর্যটকদের ঢল নেমেছে।

মুখে হাসি ফুটেছে পর্যটন ব্যবসায়ীদের। শৈল শহর দার্জিলিঙে সারা বছরই পর্যটকদের প্রায় সমাগম লক্ষ্য করা যায়। বর্তমানে আবহাওয়া মনোরম থাকার কারণে অনেকেই শৈল শহরে বেড়াতে গিয়েছেন এবং ভরপুর আবহাওয়া অনুভব করছেন।

দার্জিলিং এর ম্যাল ছিল পর্যটকদের ঠাসা ভিড়। পর্যটক মহল চুটিয়ে এত সুন্দর অপরূপ মনমুগ্ধকর আবহাওয়া অনুভব করছেন। শৈল রানী দার্জিলিং কে অসাধারণ লাগছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + sixteen =