নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ২৩,মার্চ :: মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের ব্যবস্থাপনায় খাদ্য সুরক্ষা ও পরিবেশ বান্ধব এক সচেতনতা শিবির হয়ে গেল শনিবার। এদিন বিকালে এই শিবির অনুষ্ঠিত হয় মালদা মার্চেন্টের সাঁকোপাড়া বাণিজ্য ভবনে।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পিযুষ সালঙ্কে, মালদা জেলা কৃষি আধিকারিক প্রশান্ত বৈদিক, মালদা জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মন্ডল, মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুন্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্য ব্যবসায়ীরা। এদিনের বৈঠকে মালদা মার্চেন্টের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।তাদের খাদ্য সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে কী কী করণীয় সেই ব্যাপারে সচেতন করা হয়। বিশেষ করে ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিক ক্যারিবাগ বিক্রি না করা, থার্মোকল বা প্লাস্টিক জাতীয় পাতা, বাটি, কাপ ইত্যাদি ব্যবহার না করা এই সমস্ত নানান বিষয়ে ব্যবসায়ীদের সচেতন করা হয় বলে জানা গেছে।
প্রজেক্টর এর মাধ্যমে দেখানো হয় খবরের কাগজ এবং প্লাস্টিক ব্যবহার করলে কি ধরনের মারণ রোগ হতে পারে তার পরিবর্তে কি ব্যবহার করতে পারবেন ব্যবসায়ীরা? সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করা হয় এই শিবিরে। খবরের কাগজ ব্যবহার এবং প্লাস্টিক নিষিদ্ধ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে প্রশাসন ও ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা গিয়েছে।