নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মুর্শিদাবাদ :: সোমবার ২৪,মার্চ :: মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত মঙ্গলজন সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের ওপরে পেছন থেকে টোটোকে ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি, ঘটনায় আহত হয় এক মহিলা সহ চারজন, ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়।
দুর্ঘটনার ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পুলিশের তৎপরতায় আহতদের উদ্ধার করে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হয়, জানা গিয়েছে ফারাক্কার দিকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি চার চাকা গাড়ি, এবং বংশবাটীর দিক থেকে রঘুনাথগঞ্জের দিকে আসছিল একটি টোটো ।
ফারাক্কার দিক থেকে আসা ওই চারচাকা গাড়িটি পেছন থেকে টোটো কে ধাক্কা মারে,ধাক্কার মারার কারণে টোটো গাড়িটি উল্টে যায়, ঘটনায় আহত হয় টোটোই থাকা চারজন যাত্রী, দুর্ঘটনার কারণে ১২ নম্বর জাতীয় সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।