বিরাট কোহলির ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরাও। কী বলছেন তাঁরা?

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৪,মার্চ :: বিরাট কোহলির ভক্ত ঋতুপর্ণের গ্রেপ্তারিতে হতবাক প্রতিবেশীরাও। কী বলছেন তাঁরা? ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটারের ছবি। শয়নে-স্বপনে-জাগরণে একটাই নাম থাকে ছেলের মুখে। কোহলির ‘বিরাট’ ফ্যান সে।

শনিবার কলকাতায় ম্যাচ দেখতে আসার আগেও ছেলে বলেছিল, ‘সুযোগ পেলে গুরুদেবের পা জড়িয়ে ধরব।’ সেই ছেলে যে এই কাণ্ড ঘটাবে ভাবতে পারেননি পূর্ব বর্ধমানের কাকলি পাখিরা। টিভিতে ছেলের গ্রেপ্তারির খবর দেখে চোখের জল ধরে রাখতে পারেননি। এখন একটাই প্রার্থনা, ‘কোহলি ছেলেকে ক্ষমা করে দিক।

শনিবারের স্বর্ণালি সন্ধ্যায় কলকাতায় আইপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধন। KKR এবং RCB-র টানটান ম্যাচ। বিরাট কোহলির অর্ধশতক পূর্ণ হওয়ার পরই জি ব্লকের দিক থেকে ফেন্সিং টপকে মাঠের মধ্যে ঢুকে পড়ে ঋতুপর্ণ।

ক্রিজ়-এর উপর শুয়ে পড়ে প্রণাম করে বিরাট কোহলিকে। প্রিয় খেলোয়াড়কে জড়িয়েও ধরে বিরাটের ‘ফ্যান বয়’। বিরাট-সহ খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কারণে রবিবার সকালেই ঋতুপর্ণকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

খবর পেয়েই কলকাতায় ছুটে গিয়েছেন ঋতুপর্ণর বাবা মহাদেব পাখিরা। কিছু জমি ও একটি ফলের দোকান আছে তাঁর। পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের পারাতল গ্রামে তাঁদের বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =