নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৪,মার্চ :: যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে সক্রিয় হয়েছেন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।
যাত্রা শিল্পকে পুনরুজ্জীবিত করতে এবং বিভিন্ন এলাকা থেকে নতুন শিল্পীদের তুলে আনতে তিনি যাত্রা অ্যাকাডেমির কাছে প্রশিক্ষণ দেওয়ার আবেদন জানাবেন বলে জানিয়েছেন।
নিজস্ব চিত্র :: মন্ত্রী স্বপন দেবনাথ
এছাড়া, বিষয়টি নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের কাছেও তিনি দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান ।
পূর্বস্থলী ২ নম্বর ব্লকের কালেখাঁতলা ২ নম্বর পঞ্চায়েতের তেলনিও পাড়া বন্ধু মহল পাঠাগার সংলগ্ন মাঠে স্বাধীন ভারত নাট্য সংস্থার উদ্যোগে যাত্রাশিল্পকে বাঁচানোর উদ্দেশ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায়, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল ।
উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিখ্যাত নাট্যকার ভৈরব গঙ্গোপাধ্যায়ের পুত্র মেঘদুত গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই মঞ্চ থেকেই বেশ কয়েকজন যাত্রা শিল্পীকে সংবর্ধিত করা হয়, যা অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়ায়।