নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ২৫,মার্চ :: পূর্ব বর্ধমানের বর্ধমান এক নম্বর ব্লকের দেওয়ানদিঘী থানার অন্তর্গত কুড়মুন গ্রামে ১৫ থেকে ২০ দিন ধরে দেখা মিলছিল একটি ময়ূরীর। ময়ূরীটি দেখা মিলছিল কুড়মুন গ্রামে বেশ কিছু জায়গাতে দেখতে ভিড় জমাচ্ছিল এলাকার মানুষ জন ।
কুড়মুন গ্রামে বিশোগড়ে পাড় এলাকায় একটি বাড়ির বেড়া জালে ময়ূরী টি আটকে পড়লে স্থানীয় কিছু যুবক ময়ূরীটিকে ধরে ফেলে, তার পর খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন ও বনদপ্তর কর্মীদের । তার পর বনদপ্তর কর্মীরা এসে পৌঁছানোর পর ময়ূরী টিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয় ।
বর্ধমান বনদপ্তর কর্মী হরিধন বৈরাগী জানান আপনারা বন্য প্রাণী দেখতে পেল আগে আপনার স্থানীয় প্রশাসন ও বনদপ্তরে খবর দিন আমরা এসে সেই সমস্ত বন্য প্রাণীদের উদ্ধার করে নিয়ে যাব।