মৃতদেহতেও নেই ছাড়। মহাশ্মশানে দেহ নিয়ে চলছে দালাল চক্র।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৫,মার্চ :: মালদার সদুল্লাপুর মহা শ্মশান। যেখানে চুল্লিতে দাহ করতে হলে তৃণমূল পরিচালিত মালদা জেলাপরিষদ এর নির্ধারিত যে টাকা দিতে হয় তার থেকেও বেশি দিতে হচ্ছে তোলা। কখনো তা ডবল বা ডবলেরও বেশি। এই নিয়ে মালদা জেলা পরিষদে অভিযোগ দায়ের জেলা পরিষদ সদস্যেরই।

অভিযোগ জেলা শাসকের কাছেও। তদন্তের নির্দেশ জেলা শাসকের। মালদা জেলা পরিষদ এই মহা শ্মশানের দেখা শোনার দায়িত্বে। নিয়ম কাউন্টার থেকে ৯৯৯ টাকার টিকিট কেটে দেহ সৎকার করাতে হবে।

কিন্তু সেই টাকার বাইরে জোর করে নেওয়া হচ্ছে অনেক বেশি টাকা অন্তত সাতশো আটশো থেকে কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে। নইলে দেহ সৎকার না করে ফেলে রাখা হচ্ছে।

এই শ্মশান কয়েকশো বছরের পুরনো। গঙ্গা লাগোয়া এই শ্মশানে শুধু এই জেলাই নয়, আশেপাশের বেশ কিছু জেলা থেকেই নিয়মিত মানুষ আসে মৃতদেহ দাহ করতে। রোজ অন্তত ৪০ থেকে ৫০ টি দেহ দাহ করা হয়। কখনো কখনো সেই সংখ্যা ছাড়িয়ে অনেক বেশি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =