নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ২৫,মার্চ :: ট্রলি ব্যাগে করে প্রায় ১১ লক্ষা টাকার গাঁজা পাচারের পথে দুইজনকে গ্রেপ্তার করল মালদা জি আর পি।ধৃত দুইজন ট্রলি ভর্তি গাঁজা নিয়ে মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় মালদা জিআরপি গোপন সূত্রে খবর পেয়ে দুইজনকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় ২৭.২৪৩ কেজি গাঁজা।
জিআরপি সুত্রে জানা গিয়েছে,ধৃত দের নাম ঝন্টু সরকার (৩৫)।বাড়ি মুর্শিদাবাদ জেলার সাগর পাড়া থানার নরসিংহপুর গ্রামে। অপর জনের নাম গোবিন্দ উপাধ্যায় (৩৩)। বাড়ি দক্ষিণ দিল্লির বাদারপুর থানার ফিটু রোড এলাকায়। উদ্ধার করা গাঁজা দিল্লিতে পাচার করা হতো বলে জিআরপি সূত্রে জানা গিয়েছে।
জি আর পি আই সি প্রশান্ত রায় জানান, ধৃতরা এদিন মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ছিলেন দিল্লি যাওয়ার উদ্দেশ্যে। গোপন সূত্রে খবর পেয়ে ওই দুজনকে আটক করে। এরপর তাদের কাছে থাকা দুইটি ট্রলি ব্যাট্রলি ব্যাগে তল্লাশি চালালে প্লাস্টিকে মোড়া গাঁজা উদ্ধার হয়। ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ