অগ্রদ্বীপের গোপীনাথ জিউ মেলায় পূজো দিতে আসেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৬,মার্চ :: অগ্রদ্বীপের গোপীনাথ জিউ মেলায় পূজো দিতে আসেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ। পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নম্বর ব্লকের অগ্রদ্বীপ। এখানেই রয়েছে ৫০০ বছরের পুরনো গোপীনাথ মন্দির।

প্রতি বছর চৈত্র মাসে দোল পূর্ণিমার পরের কৃষ্ণা একাদশীতে এই মন্দিরকে কেন্দ্র করে এক বিশাল মেলার আয়োজন করা হয়। লক্ষ লক্ষ লোক এই মেলায় আসেন।পঞ্চদশ শতকের প্রথম দিকে শ্রীচৈতন্য দেব অগ্রদ্বীপে তাঁর ভক্ত গোবিন্দ ঘোষের কাছে এসে ছিলেন।

এখানেই শ্রীচৈতন্য দেব একটি শ্রীকৃষ্ণের মুর্তি প্রতিষ্ঠা করেন এবং তাঁর নাম দেন গোপীনাথ এবং ওই মন্দিরের দায়িত্ব ভার গোবিন্দ ঘোষের হাতে দিয়ে তিনি নীলাচলে প্রস্থান করেন। গোবিন্দ ঘোষ ছিলেন ভগবান গোপীনাথের একনিষ্ঠ সেবক। প্রতি বছর এই তিথিতে অনুষ্ঠিত হয় গোবিন্দ ঘোষের পারলৌকিক বা চিড়ে মহোৎসব।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই গোপিনাথের মেলায় এসে কি বললেন দীলিপ ঘোষ শুনুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =