নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: বুধবার ২৬,মার্চ :: ভারতে ঢুকে ভারত সম্পর্কে অশালীন মন্তব্যের জের! বিক্ষোভ দেখিয়ে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হল এক বাংলাদেশি বাসিন্দাকে। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায়।
জানা যায় এদিন আজাদুর রহমান নামে বাংলাদেশী ব্যক্তি ভিসা নিয়ে ভারতে আসে । স্থানীয়দের অভিযোগ, আজাদুর রহমান নামে ওই বাংলাদেশি এদিন ভারতে প্রবেশের পর ভারত সম্পর্কে অশালীন কিছু মন্তব্য করেন। এরপর জিরো পয়েন্টে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর পুলিশ তাকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়।