নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বুধবার ২৬,মার্চ :: হাওড়াতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা করার অভিযোগে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি। দুর্গাপুরের ডিভিসি মোড় অবরোধ করে চলে বিক্ষোভ ।
ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। এই বিক্ষোভে নেতৃত্ব দেন বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই বিক্ষোভ। পুলিশ বিক্ষোভ হটাতে গেলে কিছুক্ষণের জন্য পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের বচসা।