সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মগরাহাট :: বুধবার ২৬,মার্চ :: ফিল্মি কায়দায় নিষিদ্ধ মাদক পাচার করার সময় পুলিশের জালে আটক এক । উদ্ধার কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক।
কনটেনারের আড়ালে মাছের ক্রেটে করে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক পাচার করার সময় পুলিশের জালে আটকায় একজন, উদ্ধার হয় কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক।
এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের আমড়াতলায় তিন মাথার মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাতে একটি কন্টেনার গাড়িকে সন্দেহ করে মগরাহাট থানার পুলিশ।
এরপর মগরাহাট থানার পুলিশ গাড়িটিকে ধরার চেষ্টা করলে গাড়ি রেখে পালিয়ে যায় গাড়ির চালক। মগরাহাট থানার পুলিশ গাড়ি থেকে মাছের ক্রেট ভর্তি বিপুল পরিমাণে গাজা উদ্ধার করে।
এ বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, গতকাল উড়িষ্যা থেকে একটি গাড়ি মগরাহাট ধামুয়া রোড ধরে মগরাহাট এলাকায় প্রবেশ করছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল এই গাড়িতে আসছে বিপুল পরিমাণে বিশুদ্ধ মাদক।
এরপর মগরাহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযূষ কান্তি মন্ডলের নেতৃত্বে মগরাহাট থানার পুলিশ গাড়িটিকে আটক করে আমড়াতলা এলাকার কাছে। রাস্তার ওপর পুলিশ দেখে গাড়ি থেকে চম্পট দেয় গাড়িত চালক।
এরপর সেই গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক। এখনো পর্যন্ত উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের পরিমাণ করার কাজ চলছে।
নারকোটিক্স ডিপার্টমেন্টকে ইতিমধ্যে জানানো হয়েছে নিষিদ্ধ মাদক সম্পর্কে। আনুমানিক ১ কুইন্টাল ১৮ কেজি ওজনের গাঁজা বলে জানা গিয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে আটক করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে জানা গিয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনি আরো জানান এত বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক কোথায় যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে