নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের লোহার বাজার মোড় এলাকায় অশান্তির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করে মন্তেশ্বর থানার পুলিশ।ধৃতদের নাম কৈলাস হাজরা, সিদ্দিক শেখ, সামিন শেখ ও দেবনাথ ঘোষ ।
পুলিশ সূত্রে জানা যায়, ওই চারজন লোহার গ্রামের বাজার এলাকায় নিজেদের মধ্যে ও ওই এলাকার বাসিন্দাদের সঙ্গে গালিগালাজ ও অশান্তি করছিল। এলাকার বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লোহার বাজার মোড় এলাকা থেকে ওই চার জনকে গ্রেপ্তার করে আনে । এরপর তাদের কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ।