নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: জুবিলী মোড়ে অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের সদস্যরা সমাজবাদী দলের সাংসদ রামজী লাল সুমনের কুশপুত্তলিকা জ্বালিয়ে সাংসদকে বহিষ্কার করার দাবি জানান।
অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের যুগ্ম সম্পাদক রাজেশ কুমার সিং জানান সম্প্রতি রাজ্য সভায় সমাজবাদী দলের সাংসদ প্রেমজি লাল সুমন সাংসদে রাজপুত সমাজের সাংসদদের কুকথা বলে তাদের অপমান করেছেন তাদের দাবি অবিলম্বে সমাজবাদী সাংসদকে বহিষ্কার করতে হবে।
রাজেশ সিং ছাড়া পশ্চিম বর্ধমান জেলার অখিল ভারতীয় ক্ষত্রিয় সমাজের সম্পাদক প্রেম কুমার সিং সহ বিভিন্ন সদস্যরা উপস্থিত থেকে সাংসদ রামজী লাল সুমনের কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ দেখান।